২১ অক্টোবর ২০২৪, ১৫:৪৮
জবিতে স্নাতক-বিবিএ প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমে কমিটি গঠন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) এবং বিবিএ প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় ভর্তি কমিটি ও ইউনিট গঠন করা হয়। পাঁচটি ইউনিটের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
রবিবার (২১ অক্টোবর) উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭০তম সভায় (বিশেষ সভা) এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পাঁচটি ইউনিট হলো ‘এ’ ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের জন্য), ‘বি’ ইউনিট (কলা ও আইন অনুষদের জন্য), ‘সি’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদের জন্য), ‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য) ও ‘ই’ ইউনিট (চারুকলা অনুষদের জন্য)।