চোর ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা বেরোবি প্রক্টরের
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি ) প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেছেন, ক্যাম্পাসে চোর ধরার জন্য পুরস্কার ঘোষণা করেছি। যে চোর ধরতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। তবে কি পুরস্কার দেওয়া হবে সে বিষয়ে কোন কিছু বলেননি তিনি।
তিনি আরও বলেন, আজক থেকে মসজিদে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছি। একটা আনসার থাকবে মসজিদের সামনে। এই সকল চুরির পেছনে একজনই কাজ করছে। আমরা তাকে ধরার জন্য সকল ধরনের চেষ্টা করছি।
জানা গেছে, সাম্প্রতিক সময়ে বেরোবিতে চুরির ঘটনা বেড়েছে। বিষয়টি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত আবেদন করা হলেও মিলছে না কোনো সুরাহা। একের পর এক চুরির ঘটনা ঘটেই যাচ্ছে। গত এক মাসে একাধিক চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভির ফুটেজ থাকলেও চোর থাকতেছে ধরাছোঁয়ার বাইরে।
এ বিষয়ে একাধিক ভুক্তভোগী বলেন, ক্যাম্পাসে নিরাপত্তার জোরদার করতে হবে, সিসিটিভি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর হতে হবে। বহিরাগতরা যেন ক্যাম্পাসে না প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে।