২৫ নভেম্বর ২০১৮, ১৬:১০

ইবিতে ‘কোয়ালিটি অ্যাসিওরেন্স’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

স্টেকহোল্ডার ওয়ার্কশপ অন কোয়ালিটি অ্যাসিওরেন্স’ শীর্ষক কর্মশালা  © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘স্টেকহোল্ডার ওয়ার্কশপ অন কোয়ালিটি অ্যাসিওরেন্স’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালাটি মোট দুটি সেশনে অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত রিসিপশন সেশন এবং দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. কে এম আব্দুস সোবহানের সভাপতিত্বে রিসিপশন সেশন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

পরে দুপুর ১টায় টেকনিক্যাল সেশনে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী রিসোর্স পারসন হিসেবে বক্তব্য প্রদান করেন। এসময় উপাচার্য একজন শিক্ষার্থী কিভাবে তার অভিষ্ট লক্ষ্যে পৌছাবে সে ব্যাপারে পরিকল্পনা গ্রহণ, কোন কোন বিষয়কে গুরুত্ব দিতে হবে এবং পরিকল্পনা বাস্তবায়নের বাস্তব সম্মত পন্থা নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।