আশ্বাসে অবরোধ তুলে নিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় অবরোধ তুলে নিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ বুধবার (১৬ অক্টোবর) বিকাল চারটার দিকে এ অবরোধ কর্মসূচি তুলে নেন শিক্ষার্থীরা। এ সময় সড়কে যান চলাচল স্বাভাবিক হতে দেখা যায়। বৈষম্য নিরসন ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক শাহরিয়া সুলতানা মিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
শাহরিয়া সুলতানা মিম জানান, ডিগ্রী বৈষম্য নিরসন ছাত্র আন্দোলনের আন্দোলনরত ডিগ্রি শিক্ষার্থীদের পাচঁ কেন্দ্রীয় সমন্বয়কের সাথে সচিবালয়ে বৈঠকের ব্যবস্থা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে, দুপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের এক দফা দাবি হলো ‘৩ বছরের ডিগ্রি কোর্সের ৭ বছরের অযৌক্তিক ও সেশনজট চিরতরে বন্ধ করতে হলে ডিগ্রি প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে তৃতীয় বর্ষের ফাইনাল শিক্ষার্থীদের অটো প্রমোশন দিয়ে ফলাফল ঘোষণা করে দ্রুত ২০২৪ সালের মধ্যে সার্টিফিকেট প্রদান করা এবং ২০২৫ সালের শুরুতেই দ্রুত মাস্টার্স কোর্সে ভর্তি হয়ে যেন পড়াশোনা করতে পারেন শিক্ষার্থীরা।