১৬ অক্টোবর ২০২৪, ১৫:৩৭

শাহবাগ অবরোধ জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

শাহবাগ মোড় অবরোধ শিক্ষার্থীদের  © টিডিসি ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তিন বছরমেয়াদি কোর্সের ছাত্রছাত্রীদের প্রতি দীর্ঘ ছয়-সাত বছরের অযৌক্তিক সেশনজট, বৈষম্য ও হয়রানি নিরসনের লক্ষ্যে অটো প্রমোশনের এক দফা দাবিতে  শাহবাগ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

আজ বুধবার (১৬ অক্টোবর) দুপুরে সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের এক দফা দাবি হলো ‘৩ বছরের ডিগ্রি কোর্সের ৭ বছরের অযৌক্তিক ও সেশনজট চিরতরে বন্ধ করতে হলে ডিগ্রি প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে তৃতীয় বর্ষের ফাইনাল শিক্ষার্থীদের অটো প্রমোশন দিয়ে ফলাফল ঘোষণা করে দ্রুত ২০২৪ সালের মধ্যে সার্টিফিকেট প্রদান করা এবং ২০২৫ সালের শুরুতেই দ্রুত মাস্টার্স কোর্সে ভর্তি হয়ে যেন পড়াশোনা করতে পারেন শিক্ষার্থীরা।