০৮ অক্টোবর ২০২৪, ১৫:৩৪

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি

বিশ্ববিদ্যালয় করার দাবিতে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের র‌্যালি  © টিডিসি

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা মানববন্ধন ও র‌্যালি করেছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে শহীদ মামুন চত্বরে মানববন্ধন করে নিউ এয়ারপোর্ট রোড থেকে টিবি গেট পর্যন্ত র‌্যালির আয়োজন করা হয়। 

এ সময় শিক্ষার্থীরা ‘ঢাবির আগ্রাসন মানি না, মানবো না’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না, চলবে না’, ‘অধ্যক্ষ না, ভিসি ভিসি ভিসি’, ‘অধিভুক্তি না, মুক্তি মুক্তি মুক্তি’, ‘ঢাকা উত্তর কী চায়, বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়’, ‘মহাখালী কী চায়, বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়’, ‘গুলশান কী চায়, বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়’ স্লোগান দেন। 

জানা যায়, জগন্নাথ কলেজেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার সময় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে বলে অনেকে মনে করেছিলেন। এরপরও কলেজকে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা না এলে কলেজটিকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন করা হয়। এছাড়া এ নিয়ে কয়েকবার আন্দোলন করা হলেও কোনো ফলাফল পাওয়া যায়নি। আবার অনেকে মনে করেন, রাজনৈতিক কারণেই প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব হচ্ছে না।

আর পড়ুন: সরকারি তিতুমীর কলেজের নতুন অধ্যক্ষ ফেরদৌস আরা বেগম