০৮ অক্টোবর ২০২৪, ১৫:১৬
নয় দিনের ছুটিতে যাচ্ছে মাভাবিপ্রবি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম ও লক্ষ্মীপূজা উপলক্ষে নয় দিনের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, শ্রী শ্রী দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম (১১ রবিউস সানি) এবং শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী ১২ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে। আগামী ১৯ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা, বিভাগ ও অফিসসমূহ যথারীতি চালু থাকবে।
আরও পড়ুন: মাভাবিপ্রবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২৮ অক্টোবর
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকলেও খোলা থাকবে আবাসিক হল গুলো।