কুবিতে প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষক নিয়োগ 

নিয়োগ পাওয়া প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষক নিয়োগ 
নিয়োগ পাওয়া প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষক নিয়োগ   © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে প্রাধ্যক্ষ ও দুইজন আবাসিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে হল প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান। এছাড়াও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে একজন আবাসিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান কে, একই হলে আবাসিক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ ওমর ফারুক ও লোক প্রশাসন বিভাগের প্রভাষক জনাব মো. হাসান শাহরিয়া। এছাড়াও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের হাউজ টিউটর হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. সাইফুল ইসলাম।

এদিকে প্রত্যেকে যোগদানের তারিখ থেকে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়৷ 

এর আগে, সরকার পতনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী।


সর্বশেষ সংবাদ