০৬ অক্টোবর ২০২৪, ১৮:০২
বশেমুরবি ভিসি পদ থেকে অধ্যাপক আবুল কালাম আজাদকে অব্যাহতি
নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবি) ভিসি পদ থেকে প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রবিবার (১০ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ এর ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগপ্রাপ্ত প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদকে ভাইস-চ্যান্সেলর পদ থেকে অব্যাহতি দিয়ে মূলপদে যোগদানের অনুমতি প্রদান করা হলো।
উল্লেখ্য, ২০২৩ সালের ৮ জুন তারিখে বশেমুরবির প্রথম ভিসি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদকে নিয়োগ দেওয়া হয়।