বিএম কলেজে উপাধ্যক্ষের যোগদানে শিক্ষার্থীদের বাধা
সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সদ্য নিয়োগ পাওয়া উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফাতেমা হেরেনকে যোগদানে বাধা দিয়েছেন শিক্ষার্থীরা।
রবিবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে মিছিল নিয়ে কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। পরবর্তী সময়ে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করে তাদের দাবি তুলে ধরেন।
শিক্ষার্থীদের দাবি, ফাতেমা হেরেন আওয়ামী লীগ আমলে সরকারের পক্ষে কাজ করেছেন। তিনি যখন বনমালী গাঙ্গুলি ছাত্রীনিবাসের সুপারিন্টেনডেন্ট ছিলেন, তখন ছাত্রীদের সঙ্গে স্বেচ্ছাচারিতা করেছেন।
অধ্যাপক ফাতেমা হেরেন বলেন, ‘আমি শিক্ষক। শিক্ষার্থীদের সঙ্গে আমার কোনো বৈরিতা নেই। শিক্ষার্থীদের কেউ ভুল বোঝাচ্ছে। আগামী ৯ অক্টোবর সাবেক উপাধ্যক্ষ এখান থেকে অবমুক্ত হবেন, আমার ওই দিন পর্যন্ত যোগদানের সময় রয়েছে।’
এ বিষয়ে কলেজটির অধ্যক্ষ ড. তাজুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা আমার কাছে এসেছিল। তাদের কথা শুনেছি। বিষয়টির যৌক্তিক সমাধানের চেষ্টা চলছে।’