ববির বঙ্গবন্ধু ও শেরেবাংলা হলের প্রাধ্যক্ষ হলেন মেহেদী-বছির
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ হয়েছেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান ও শেরে বাংলা হলের প্রাধ্যক্ষ হয়েছেন একাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল আলিম বছির।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) কর্তৃপক্ষের নির্দেশে রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদেরকে ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।
একই সঙ্গে সংশ্লিষ্ট হলে যোগদানের ভিত্তিতে জ্যেষ্ঠ হাউজ টিউটরদের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনের জন্য ৩ অক্টোবর পূর্বাহ্ন থেকে ধন্যবাদজ্ঞাপনসহ অব্যাহতি প্রদান করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, প্রাধ্যক্ষ দায়িত্ব পালনের জন্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন।তবে যদি তাঁরা একাধিক অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন সেক্ষেত্রে বিধি মোতাবেক যেকোন একটির ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন।এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।