০৩ অক্টোবর ২০২৪, ১১:০৬

নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের দায়িত্বে ড. শাকিল হাসমী

অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী  © টিডিসি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবহন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী। বুধবার (২ অক্টোবর) উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়। 

অফিস আদেশে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে যোগদানের তারিখ হতে কার্যকর হওয়ার শর্তে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য ড. আহমেদ শাকিল হাসমীকে পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হলো। বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক তিনি সম্মানী এবং অন্যান্য আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন।

আরও পড়ুন: কেমন ভিসি চান ডুয়েট শিক্ষার্থীরা

এর আগে, ২০২০ সালের ৩ অক্টোবর পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ পান সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আরিফুর রহমান। দায়িত্ব চলাকালীন সময়ে বাস শিডিউল জটিলতা এবং পরিবহন সংক্রান্ত বিষয়ে একাধিকবার বিতর্কে জড়ান তিনি। সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক উপাচার্য, রেজিস্ট্রার, ট্রেজারারের পাশাপাশি পরিবহন প্রশাসকের পদত্যাগ দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা।