০২ অক্টোবর ২০২৪, ২১:০৬

কুবির ছাত্র পরামর্শক হলেন আব্দুল্লাহ আল মাহবুব 

কুবির ছাত্র পরামর্শক হলেন আব্দুল্লাহ আল মাহবুব 
অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব  © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুবকে নিয়োগ দেওয়া হয়েছে।  

বুধবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো.  মজিবুর রহমান মজুমদার কর্তৃক সাক্ষরিত এক অফিস আদেশ থেকে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মাহবুবকে বিশ্ববিদ্যালয় সংশোধিত আইন ২০১৩ এর তফসিল ১৪ (১) ধারা মোতাবেক আগামী ০২ (দুই) বছরের জন্য কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) হিসেবে নিয়োগ প্রদান করা হল। এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।