২৬ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩৯

মাস্টার্স, এমফিল ও পিএইচডিতে ভর্তি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

মাস্টার্স, এমফিল ও পিএইচডিতে ভর্তি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট  © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এমএসসি (ইঞ্জিনিয়ারিং), মাস্টার্স, এমফিল, পিএইচডি প্রোগ্রামে ভর্তিতে আবেদনপত্র আহ্বান করেছে। প্রতিষ্ঠানটি ২০২৪-২০-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে শিক্ষার্থী ভর্তিতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

এমএসসি (ইঞ্জিনিয়ারিং), মাস্টার্স, এমফিল, পিএইচডি প্রোগ্রামে ভর্তিতে আবেদনের যোগ্যতা জানতে ও আবেদন ফরম ডাউনলোডে এখানে অথবা এখানে ক্লিক করুন।

আবেদন ফি

আবেদন ফি হিসেবে ৫০০ (পাঁচশত) টাকা সোনালী ব্যাংক লিমিটেড, শাবিপ্রবি শাখায় সংশ্লিষ্ট বিভাগীয় হিসাব নম্বরে জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ

আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারবেন। 

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ভর্তিতে আবেদন চলছে, মেধাবৃত্তি পাবেন ৩০ জন

দরকারি কাগজপত্র

*আবেদনপত্র;

*আবেদন ফি জমাদানের ব্যাংক রশিদ;

*পাসপোর্ট সাইজের সত্যায়িত ২ কপি ছবি;

*সব পরীক্ষা পাসের সনদ ও গ্রেড সার্টিফিকেটের সত্যায়িত কপি;

*চাকরিরত প্রার্থীদের নিয়োগদাতা প্রতিষ্ঠানের অনুমতিপত্রের মূলকপি;

*শিরোনামসহ গবেষণা প্রস্তাবের সারসংক্ষেপ (অন্যূন ১০০০ শব্দের মধ্যে);

আবেদনবিষয়ক বিস্তারিত তথ্য পেতে এখানে ক্লিক ক্লিক করুন।