ছাত্র রাজনীতি বন্ধ নয়, সংস্কার করতে হবে: জবি উপাচার্য
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধ নয়, ছাত্ররাজনীতির সংস্কৃতি পরিবর্তন করে গণতান্ত্রিক চর্চা করতে শিক্ষার্থীদের আহবান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যের। প্রয়োজনে দ্রুত জকসু চালু করে ছাত্র রাজনীতির কালচার পরিবর্তন করা হবে।
বুধবার(২৫ সেপ্টেম্বর) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনেরর শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: শিক্ষা প্রশাসন বৈঠকে বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি ‘সাময়িক’ বন্ধের প্রস্তাব
এসময় উপাচার্য আরও বলেন, সবাইকে একসাথে চলতে হবে, স্বৈরাচারকে ঠেকাতে হবে এবং সবাই মিলে সফলতা অর্জন করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে বলেন, কনসালট্যান্টের নিয়োগ দিয়ে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরের কাজ করা হবে।
আরও পড়ুন: ২৪ দফা দাবি নিয়ে এবার প্রকাশ্যে চবি শিবিরের সভাপতি-সেক্রেটারি
তিনি আরও বলেন, আমরা সবাই চাই সমাবর্তন হোক। আমি ভাবছি নেক্সট কনভোকেশন নতুন ক্যাম্পাসে করতে পারি কিনা।