বিশ্ববিদ্যালয়ের বাস বিক্রি করার অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত একটি বাস হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরের পিএ টু ভিসি (সহকারী নিরাপত্তা কর্মকর্তা) মো. আবুল কালাম আজাদ এবং আরিফ নামের এক ড্রাইভারের বিরুদ্ধে কৌশলে বাসটি বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেওয়ার অভিযোগ উঠেছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহনপুল সূত্রে জানা যায়, ২০১২ সালের ১২ মার্চ, পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে এ কে এম ছায়াদত হোসেন বকুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ৫২ সিটের একটি বাস উপহার দেন। বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলের এক কর্মকর্তা এবং এক বাস ড্রাইভার কৌশলে উপাচার্যকে বাস ফেরত দিতে বাধ্য করেন। এরপর তারা বাসটি বিক্রি করে নিজেদের মধ্যে টাকা ভাগাভাগি করে নেওয়ার অভিযোগ উঠেছে।
কাগজপত্র থেকে জানা যায়, বাসটি ফেরত চেয়ে করা আবেদন পত্রটিতে থাকা আবেদনকারীর স্বাক্ষর এবং বাসটি গ্রহণকারীর স্বাক্ষর ভিন্ন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বাসটি নষ্ট হওয়ায় কয়েক বছর ধরে পরিবহণ পুলে পরিত্যক্ত ছিল। পরবর্তীতে বাসটি মেরামতের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন মন্ত্রণালয় থেকে বাজেট চায়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বাসের কোন কাজই পত্র দেখাতে না পরাই মন্ত্রণালয় বাজেট দিতে অস্বীকার জানায়।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলের এক কর্মকর্তা এবং এক বাস ড্রাইভার উপাচার্যকে বাস ফেরত দিতে কৌশলে বাধ্য করেন বলে অভিযোগ উঠেছে। তারা বাসটি ফেরত নেওয়ার জন্য গত ৩০ এপ্রিল ছায়াদত হোসেন বকুলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি দেন। ফলে সদ্য পদত্যাগকারী উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশীদ উপহারের বাসটি ফেরত প্রদানের অনুমতি দেন এবং রেজিস্ট্রার চিঠি দিয়ে গাড়িটি ফেরত নিতে বলেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের (প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী) স্বাক্ষরে এ কে এম ছায়াদত হোসেন বকুলকে পাঠানো এক চিঠিতে বাসটি ফেরত নিতে বলা হয়। কিন্তু পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাসটি ছায়াদত হোসেন বকুলকে হস্তান্তর করেছেন কিনা তার কোন প্রকার নথিপত্র দেখাতে পারেনি।
জানা যায়, ২০১২ সালের ১২ মার্চ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবদুল জলিল মিয়ার হাতে বাসটির চাবি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন ওয়াজেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ছায়াদত হোসেন বকুল। সে সময় বাস উপহার প্রদানের ছবি ও প্রেস রিলিজ জনসংযোগ দপ্তর থেকে প্রচারও করা হয়। কিন্তু ২০১৪ সালের ২৩ অক্টোবর তারিখে ওয়াজেদ ফাউন্ডেশনের চেয়ারম্যানের পক্ষে বাসটি ফেরত চেয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন অ্যাডভোকেট রইচ উদ্দিন বাদশা।
আরও পড়ুন: বেরোবির ১৭ প্রশাসনিক পদে নতুন নিয়োগ
এতে বলা হয়েছিল, বাসটি ৩০ হাজার টাকা মাসিক ভাড়ায় বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়েছিল এবং তিন মাসের ভাড়াও তারা পেয়েছেন। কিন্তু তৎকালীন উপাচার্য প্রফেসর ড. এ কে এম নূর-উন-নবী হিসাব দপ্তরে এ ধরনের কোন চুক্তি বা ভাড়া পরিশোধের প্রমাণ পাননি। বরং চাবি হস্তান্তরের ছবি ও উপহার প্রদান সংক্রান্ত সংবাদ জাতীয় ও স্থানীয় একাধিক সংবাদপত্রে প্রচারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছিলেন।
‘আমার দিক থেকে আমি ঠিক আছি। তোমার ইচ্ছা হলে তুমি নিউজ করতে পারো। তোমার যা ইচ্ছা তুমি তাই লিখতে পারো’ বলেন বাস ড্রাইভার আরিফ
পরিবহণ পুলের উপসহকারী প্রকৌশলী (অটো মোবাইল) মো. সরফরাজ আলম বলেন, বাসটি হস্তান্তর করার দায়িত্ব ছিল আমার। যে দিন ছুটিতে ছিলাম, সেদিন কে বা কারা বাস নিয়েছে আমি জানি না। এ বিষয়ে খোঁজে নিতে গেলে ওপর থেকে অনেকেই চাপ দিতে থাকে। পরে এ বিষয়ে নিউজ করার পর গত ১৫ সেপ্টেম্বর উপাচার্যের দপ্তরের পিএ টু ভিসি (সহকারী নিরাপত্তা কর্মকর্তা) মো. আবুল কালাম আজাদ আমার কাছে হস্তান্তরের চিঠিটি জমা দিয়ে যায়।
মো. সরফরাজ আলমের কথার প্রেক্ষিতে ভিসির পিএ আবুল কালাম আজাদ বলেন, ‘আমি কেন হস্তান্তর চিঠি জমা দিবো? আমি জমা দেওয়ার কে? যার দায়িত্ব ছিল তারা জমা দিয়েছে, এটা তাদের ব্যাপার।’
তার বিরুদ্ধে অভিযোগ আছে বললে তিনি অভিযোগের কথা অস্বীকার করে বলেন, আমাকে স্বরযন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি তো ওই সেক্টরের কেউ না।
বাস ড্রাইভার আরিফ তার বিরুদ্ধে অভিযোগের বিষয়টি অস্বীকার করে বলেন , আমার দিক থেকে আমি ঠিক আছি। তোমার ইচ্ছা হলে তুমি নিউজ করতে পারো। তোমার যা ইচ্ছা তুমি তাই লিখতে পারো।’
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে পরিবহণ দপ্তরের অতিরিক্ত রেজিস্ট্রার তাপস কুমার গ্বোসামী এ বিষয়ে বলেন, ‘বাস ফেরত দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কাছে হস্তান্তরের কোনো ডকুমেন্টস গ্রহণ করা হয় নাই।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী বলেন, ‘সাবেক উপাচার্য ড. হাসিবুর রশীদের লিখিত অনুমতিক্রমে গাড়ি ফেরতের আদেশ দেওয়া হয়। গাড়িটি রিসিভ করার বিষয়ে পরিবহণ পুল ভালো বলতে পারবে।’
আরও পড়ুন: পবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম
এ বিষয়ে পরিবহণ পুলের সাবেক পরিচালক ড. মো. কামরুজ্জামানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি গাড়ি কিনতেও পারি না দিতেও পারি না।’ এই বলে ফোন কেটে দেন।
এ বিষয়ে কথা বলার জন্য ওয়াজেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ছায়াদত হোসেন বকুল সাথে কয়েকদিন ধরে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা যায়, তিনি আওয়ামী লীগের নেতা হওয়ার আত্মগোপনে রয়েছেন।