দ্রুতই অনলাইন ক্লাস বাতিল করা হবে: জবি উপাচার্য
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, আগামী এক-দুই সপ্তাহ মধ্যে অনলাইন ক্লাস বাতিল করা হবে। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।
রবিবার (২২ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে শিক্ষক-ছাত্র ও কর্মকর্তা-কর্মচারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, এটা একটি সময়ের জন্য ঠিক ছিল কিন্তু এখন আর প্রয়োজন নেই। যেহেতু আমরা সবকিছুতে স্বাভাবিক অবস্থায় ফিরে গেছি, তাহলে অনলাইন ক্লাসের এ সিদ্ধান্ত শিগগিরই বাতিল করা হবে।
নবনিযুক্ত উপাচার্য বলেন, আগামী মঙ্গলবার অথবা এক-দুই সপ্তাহ পরে অনলাইন ক্লাস বাতিল করা হবে। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেয়া হবে।
এসময় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকসহ অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।