জবি প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালক, হল প্রভোস্টে নতুন মুখ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালক ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্টসহ ৪ দপ্তরে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক। ছাত্রকল্যাণ পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. কে এ এম রিফাত হাসান এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবিনা শরমীন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত একাধিক অফিস আদেশে এসব দায়িত্ব বন্টনের তথ্য প্রকাশ করা হয়।
আরও পড়ুন: জবি শিক্ষকদের বাসে করে ক্যাম্পাসে গেলেন নতুন উপাচার্য
পৃথক পৃথক অফিস আদেশে জানানো হয়, সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালক ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট তিনজনই দুই বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তারা প্রত্যেকে বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।