১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৮

ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস

ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস  © সংগৃহীত

ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ কে এম ইলিয়াস। এর আগে তিনি ঢাকা কলেজে ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রবিবার ( ১৫ সেপ্টেম্বর ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগে ( সরকারি কলেজ-২ শাখা) উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো। 

প্রসঙ্গত, অধ্যাপক এ কে এম ইলিয়াস বিসিএস শিক্ষা ক্যাডারের ১৪ তম ব্যাচে ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের প্রভাষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তার গ্রামের বাসা ঢাকার উত্তরখানে।

নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক এ কে এম ইলিয়াস তার অনুভূতি প্রকাশ করে বলেন, কঠিন সময়ে আমি এ দায়িত্ব পেয়েছি। সকলের সহযোগিতায় নতুন ঢাকা কলেজ গড়তে চায়। সকলের কাছে থেকে আমি সহযোগিতা প্রত্যাশা করছি।