১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৩

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে মাস্টার্সে আবেদন চলছে

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস   © বিইউপির ওয়েবসাইট থেকে

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে এক বছর মেয়াদি ‘মাস্টার অব পিস, কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস (এমপিসিএইচআরএস)’ প্রোগ্রামের ২০২৪-২৫(বি) সেশনের ১৩তম ব্যাচে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। মোট ৪৮ ক্রেডিটের এক বছর মেয়াদি এই কোর্স ৩ সেমিস্টারে শেষ করা যাবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।

এই প্রোগ্রামের ক্লাস হবে প্রতি শুক্র ও শনিবারে। প্রায় ৫০ শতাংশ ক্লাস অনলাইনে সম্পন্ন হবে।

পরীক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু: ১০ সেপ্টেম্বর;

আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর;

আরও পড়ুন: মেরিন শিক্ষানবিশ কোর্সে ভর্তির সুযোগ

প্রবেশপত্র ডাউনলোড: ৩ ডিসেম্বর;

ভর্তি পরীক্ষা: ৬ ডিসেম্বর;

মৌখিক পরীক্ষা: ৬ ডিসেম্বর;

ভর্তির তারিখ: ১০ থেকে ৩১ ডিসেম্বর;

ক্লাস শুরু কবে: এই কোর্সের ক্লাস শুরু হওয়ার সম্ভাব্য সময় আগামী বছরের ৩ জানুয়ারি ২০২৫;

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডিতে ভর্তির সময় বৃদ্ধি

আবেদনের যোগ্যতা
*যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) থাকতে হবে;
*স্নাতকে সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ২ দশমিক ৫ অথবা দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে;
*স্নাতক (সম্মান) ব্যতীত পাস কোর্সের স্নাতকধারীদের ৭ বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে;
*পাস কোর্সের স্নাতকধারীদের ৭ বছরের চাকরি অভিজ্ঞতা না থাকলে যেকোনো বিষয়ে মাস্টার্স থাকতে হবে;

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই অ্যাডমিশন লিংকে থাকা Apply বাটনে ক্লিক করে দরকারি তথ্য পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

আবেদনপদ্ধতি, কোর্সে মোট ব্যয়সহ অন্যান্য বিষয়ে জানতে এখানে ক্লিক করুন।