জুলাই বিপ্লব ও নয়া আজাদী উদযাপনে জবিতে কাওয়ালি উৎসব
জুলাইয়ের গণবিপ্লবের সফলতা ও নয়া আজাদী উদযাপনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের উদ্যোগে কাওয়ালি উৎসবের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬:৪০ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই উৎসব অনুষ্ঠিত হবে।
কাওয়ালি উৎসবে সাংস্কৃতিক সংসদ, সওয়ারী, সিলসিলা ও উস্তাদ নাদিম কাওয়াল পরিবেশন করবেন।
আরও পড়ুনঃ ফের কাওয়ালী সন্ধ্যায় তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
আয়োজক জবি শিক্ষার্থী তৌসিভ মাহমুদ সোহান বলেন, বিগত স্বৈরাচারের আমলে আমাদের কাওয়ালির স্বাধীনতাও ছিল না। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ২০২২ সালের ৬ জানুয়ারি ঢাবির টিএসসিতে কাওয়ালির অনুষ্ঠানে ছাত্রলীগের হামলাও আমরা প্রত্যক্ষ করেছি। যা আমাদের মতো কাওয়ালি প্রেমিকদের মনে ক্ষত সৃষ্টি করেছিল। আর এখন স্বাধীনতার যে সুবাস চারিদিকে ছড়িয়ে পড়েছে সেটা আরও উপভোগ্য করে তোলার জন্য আমাদের এই কাওয়ালির আয়োজন।