সাত কলেজের তিন কলেজের সাবেক অধ্যক্ষকে ওএসডি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের তিনটি কলেজের সাবেক তিনজন অধ্যক্ষকে ওএসডি করা হয়েছে। এরা হলেন ইডেন মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক তিন অধ্যক্ষ যথাক্রমে অধ্যাপক ফেরদৌসী বেগম, অধ্যাপক আমেনা বেগম ও অধ্যাপক মো. মোহসীন কবির।
সোমবার (৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (সরকারি কলেজ-২) এর এক প্রজ্ঞাপনে এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী বেগম নিয়োগ পেয়েছিল আওয়ামী লীগের আমলে। এ বছরের ২রা জানুয়ারি সাবেক অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্যের অবসরজনিত বিদায়ের পর তার জায়গায় স্থলভিষিক্ত হয়েছিলেন তিনি। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিশ্চুপ ভূমিকা পালনের অভিযোগ উঠে তার বিরুদ্ধে।
জানা যায়, কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক উপকমিটির (২০২২-২০২৫) সদস্য ছিলেন। মূলত দুর্নীতিগ্রস্ত ও স্বৈরাচার আওয়ামী লীগের নেতৃত্বস্থানীয় পর্যায়ে থাকা এবং কলেজের নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেন শিক্ষার্থীরা।
অপরদিকে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মোহসীন কবিরের বিরুদ্ধে পরিবহন খাতে বাণিজ্য, বিভিন্ন পরীক্ষা বাবদ অতিরিক্ত অর্থ আদায়, ক্যাম্পাসে একক স্বেচ্ছাচারিতাসহ একাধিক অভিযোগ রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পতন হলে ওই সরকারের আমলে নিয়োগ পাওয়া বেশির ভাগ শিক্ষকদের পদত্যাগ জোরালো হয়ে ওঠে। এর জেরে সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করতে বাধ্য হন এই তিন কলেজের অধ্যক্ষ।