খুবির মাঠ খেলার উপযোগী করে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ
খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ দ্রুত খেলার উপযোগী করে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. রেজাউল করিম। শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় তিনি সরেজমিনে খেলার মাঠ পরিদর্শন করে এ নির্দেশনা দেন।
অধ্যাপক রেজাউল করিম বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক প্রশান্তি আসে। এজন্য শিক্ষার্থীদের শিক্ষা-গবেষণার পাশাপাশি খেলাধুলায়ও সম্পৃক্ত করা উচিত। এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য একটি খেলার মাঠ রয়েছে। এটি দ্রুত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উপযোগী করতে হবে।
এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাসম্ভব সহযোগিতা করবে জানিয়ে তিনি শারীরিক শিক্ষা চর্চা বিভাগকে দ্রুততম সময়ের মধ্যে কেন্দ্রীয় মাঠকে খেলার উপযোগী করে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দেন।
আরো পড়ুন: ভিসি নিয়োগের পর স্বস্তি ফিরেছে রাবিতে, কাটছে প্রশাসনিক স্থবিরতা
এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য অদম্য বাংলা সংলগ্ন সড়কের ল্যান্ডস্কেপিং ডিজাইনের কাজ সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তিনি ল্যান্ডস্কেপিং ডিজাইন দেখেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন। তিনি ল্যান্ডস্কেপিং ডিজাইনের কাজ দ্রুত শেষ করতে প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট ঠিকাদারদের তাগিদ দেন।
পরিদর্শনকালে প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামান, শারীরিক শিক্ষা চর্চা বিভাগের উপ-পরিচালক মো. মঈনুল ইসলাম, উপ-পরিচালক এস এম জাকির হোসেন, প্রকৌশলী রাফসান নুন, শিক্ষার্থী প্রতিনিধি সাকিবুজ্জামান সাজিদ ও হাসানুজ্জামান রনিসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ঠিকাদার ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।