শিক্ষাবৃত্তি পাচ্ছেন ইবির ১৫৪ শিক্ষার্থী
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ২০২৩-২৪ অর্থবছরে শিক্ষাবৃত্তি পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৫৪ শিক্ষার্থী। ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে ১৩ জন মেধা ও ১৪১ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবেন।
সোমবার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃত্তি প্রপ্তির জন্য মনোনীতদের নিজ নামের অনলাইন ব্যাংক হিসাব নম্বর দিতে হবে। এছাড়া মনোনীত শিক্ষার্থীদের আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে প্রদানকৃত ফরমপূরণ করার জন্য অনুরোধ করেছে বৃত্তি শাখা।
আরও পড়ুন: উপাচার্যহীন ইবিতে প্রশাসনিক দায়িত্ব পালন করবেন সিদ্দিকুর রহমান আশ্রাফি
মাউশির ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১৩২ জন মেধা ও ৪ হাজার ১২৫ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবেন। মেধাবৃত্তিতে মনোনীতরা একবছরের জন্য এককালীন ১ হাজার ৮০০ টাকা ও মাসিক হারে ১ হাজার ১২৫ টাকা করে এবং সাধারণ বৃত্তিতে এককালীন ৯০০ টাকা ও মাসিক হারে ৪৫০ টাকা করে পাবেন।
মনোনীত বিশ্ববিদ্যালয়গুলো হলো- ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, খুলনা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়।