২৮ আগস্ট ২০২৪, ১৮:০০

গণধোলাই দিয়ে ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল শিক্ষার্থীরা

পুলিশের গাড়িতে ছাত্রলীগ কর্মী শিহাব  © টিডিসি ফটো

পুরান ঢাকায় ভিক্টোরিয়া পার্ক এলাকায় কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কর্মী শিহাবকে গণধোলাই দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (২৮ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। এরপর তাকে সূত্রাপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কবি নজরুল সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের সঙ্গে সক্রিয় ভূমিকা পালন করে ছাত্রলীগের সদস্য শিহাব। শিহাব কবি নজরুল সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ১৯-২০ সেশনের ছাত্র। সে ক্যাম্পাসে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হাওলাদারের হয়ে দলীয় কাজ করতেন। এছাড়া ছাত্রাবাসের ছেলেদের জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে যাওয়া, বিভিন্নভাবে টর্চার-মারধর করা, ক্যাম্পাসে মেয়েদের ইভটিজিং করার পাশাপাশি ছাত্রাবাসে মাদকের জোগান দিতো। ভিক্টোরিয়া পার্ক এলাকায় বিভিন্ন বাস- ট্রাক  থেকে চাঁদাবাজির অভিযোগও পাওয়া যায় তার বিরুদ্ধে। 

আরও পড়ুন : ছাগল চুরি করতে গিয়ে গণধোলাই খেলেন যুবলীগ নেতা

জানা গেছে, বুধবার দুপুর বেলা ১ টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ পরিচয়ধারী শিহাব ক্যাম্পাসে ঢুকলে, বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের আহত শিক্ষার্থীরা তাকে চিনে ফেলে। তার সঙ্গে সমন্বয়কদের বাক-বিতণ্ডার এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হতে থাকলে হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় সাধারণ শিক্ষার্থীরা তাকে ক্যাম্পাস থেকে বের করে ভিক্টোরিয়া পার্কে নিয়ে যায়। এর মধ্যেই উৎসুক জনতা ভিড় করতে থাকে। এরপর শিক্ষার্থী ও উৎসুক জনতামিলে ছাত্রলীগ কর্মী শিহাবকে গণধোলাই দেয়।

আরও পড়ুন : আসিফ নজরুলকে গণধোলাইয়ের হুমকি ছাত্রলীগ সভাপতি জয়ের

শিক্ষার্থীরা জানান, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এই ছাত্রলীগ নামক সন্ত্রাসী গোষ্ঠীর হাতে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। পুরো ক্যাম্পাস তাদের দখলে রেখে তারা ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড করতো। তাদের ইচ্ছার বাইরে কোন শিক্ষার্থী কথা বলতে পারতো না। গণধোলাই শেষে ছাত্ররা তাকে সূত্রাপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।