অনিশ্চয়তার পর ক্যাম্পাসে ফিরছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাসের শিক্ষার্থীরা
হাইকোর্টের স্টে অর্ডার এবং ইউজিসির অনুমোদনের পর আবার ক্যাম্পাসে ফিরছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স অন ক্যাম্পাসের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী রবিবার থেকেই শুরু হচ্ছে প্রথম ব্যাচের রিভিউ ক্লাস।
এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস অনার্স কোর্স বন্ধের নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। ২৩ মে শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে এ নির্দেশ দেয়। সেসময় বিশ্ববিদ্যালয়টির চারটি কোর্সে ১৬০ জন শিক্ষার্থী ভর্তি ছিলেন। তাদের প্রথম বর্ষের সেশন শেষ হয়েছে। ঈদের পর ফাইনাল পরীক্ষাও হওয়ার কথা ছিল। মাঝপথে এভাবে কোর্স বন্ধের নোটিশ পেয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীরা বিপাকে পড়েছিলেন।
তবে ৫ আগষ্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে পরিস্থিতি বদলে যায়। ইউজিসি পুনরায় এ ভর্তির অনুমোদন দেয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আগামী রবিবার থেকেই শুরু হচ্ছে প্রথম ব্যাচের রিভিউ ক্লাস। এরপর আগস্টের শেষের দিকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হবে বলে জানা গেছে। এর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অন্যদিকে, অনার্স অন ক্যাম্পাসের দ্বিতীয় ব্যাচের প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়ার রেজাল্ট প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। এছাড়াও শিক্ষার্থীরা তাদের আইডি দিয়ে লগইন করে ফলাফল জানতে পারবে। খুব শীঘ্রই ভর্তি প্রক্রিয়ার কাজ শেষ করে দ্বিতীয় ব্যাচের ক্লাস শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।