১৫ আগস্ট ২০২৪, ১৮:০৫

নাশকতা রুখতে তিতুমীর কলেজে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ

মিছিল  © টিডিসি ফটো

১৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতা প্রতিহত করতে সরকারি তিতুমীর কলেজে মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে মিছিলটি কলেজ প্রাঙ্গণ এবং মূল সড়ক প্রদক্ষিণ করে শহীদ মামুন চত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিকেল পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করেন তারা।

সাধারণ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সমাবেশে শিক্ষার্থীরা ক্যাম্পাসের নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন এবং শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিভিন্ন দাবি তুলে ধরেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ১৫ আগস্টকে ঘিরে ক্যাম্পাসে কোনো ধরনের নাশকতা যাতে না ঘটে, সে জন্য আমরা সবসময় সতর্ক রয়েছি।

বক্তারা আরও বলেন, আজকের দিনে তিতুমীর কলেজ প্রাঙ্গণে কোনো ধরনের নাশকতা হতে দেব না। আমাদের এই কর্মসূচি নাশকতা প্রতিরোধ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে।

এছাড়াও, বক্তারা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান। পাশাপাশি, আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপিদের সম্পদ বাজেয়াপ্ত করারও আহ্বান জানান তারা।