বিনম্র শ্রদ্ধায় জাতীয় চার নেতাকে স্মরণ শাবি ছাত্রলীগের
- শাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৮, ০৬:৩২ PM , আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ০৬:৩২ PM
শোকাবহ জেলহত্যা দিবস আজ। এ উপলক্ষে জাতীয় চার নেতার স্মরণে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শোক র্যালি ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের সামনে থেকে এই শোক র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের সঞ্চালনায় সমাবেশে সমাপনী বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন। তিনি বলেন, ‘স্বাধীনতা বিরোধী অপশক্তি বঙ্গবন্ধুর আদর্শকে নিশ্চিহ্ন করে দিতে ১৯৭৫ সালের আজকের এই দিনে জাতীয় চার নেতাকে জেলের ভিতর নির্মমভাবে হত্যা করে। কিন্তু একটি আদর্শকে এইভাবে নিশ্চিহ্ন করে দেওয়া যায় না’। এসময় শাবি ছাত্রলীগের সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিপথগামী কতিপয় সেনা কর্মকর্তা বঙ্গবন্ধুর সহযোদ্ধা জাতীয় চার নেতাকে হত্যা করে। ন্যাক্কারজনক ও নির্মম এ ঘটনায় নিহত হন তৎকালীন উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আ হ ম কামারুজ্জামান।