১২ আগস্ট ২০২৪, ১৪:১০

পদত্যাগ করলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ 

  © সংগৃহীত

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী  কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ প্রফেসর মোহা আব্দুল খালেকে পদত্যাগ করেছেন। সোমবার (১২ আগস্ট) দুপুর ১২ টায় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর এই আবেদন জমা দেন। তবে সরকারি চাকরিজীবী হওয়ায় সরাসরি পদত্যাগ করলে চাকরি থেকে অব্যাহতি নিতে হবে। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ে অন্যত্র বদলির আবেদন করেছেন।

অধ্যক্ষ তার আবেদনে লেখেন, লিভার ডিজিজ (সিএলডি) ও ডায়াবেটিস অসুখে আক্রান্ত এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ গ্রহণ করি। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে কলেজ পরিচালনায় অত্যধিক মানসিক চাপ অনুভব করায় আমার শারীরিক সমস্যা দেখা দিচ্ছে যা একজন সিএলডি আক্রান্ত রোগীর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমতাবস্থায় আমি রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগ অথবা রাজশাহী মহানগরীর যেকোনো সরকারি কলেজের অর্থনীতি বিভাগে সংযুক্ত হিসেবে পদায়ন পেতে ইচ্ছুক।

এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে স্লোগানে পদত্যাগের দাবিতে অধ্যক্ষকে কার্যালয়ে অবরুদ্ধ করেন।