নজরুল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে অছাত্রদের হল ছাড়ার নির্দেশ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থানরত অছাত্রদের আগামী ১৫ দিনের মধ্যে হলের সিট বাতিল করে হল ছাড়ার নির্দেশ দিয়েছে হল প্রশাসন। বৃহস্পতিবার (৮ আগস্ট) বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ (দায়িত্বপ্রাপ্ত) মো. রাকিবুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে স্নাতকোত্তর সম্পন্নকারী বা নিয়মিত ছাত্রত্ব নেই এমন শিক্ষার্থীদের আগামী ১৫ দিনের মধ্যে (২৩-০৮-২০২৪ ইং পর্যন্ত) হলের সমস্ত বকেয়া পরিশোধ করে সিট বাতিল করতে বলা হয়েছে। পাশাপাশি যেসকল বিভাগে স্নাতকোত্তর প্রোগ্রাম চালু নেই সে সকল বিভাগে স্নাতক সম্পন্নকারীদের ক্ষেত্রে এই আদেশ কার্যকর হবে বলে জানানো হয়।
এছাড়াও বিজ্ঞপ্তিতে হলের আবাসিক শিক্ষার্থীদের দ্রুত হলে উঠা এবং আবাসিক শিক্ষার্থী নয় এমন কেউ হলে অবস্থান করতে পারবে না বলেও জানানো হয়।