ঢাকা-পাবনা মহাসড়কে ট্রাফিকের দায়িত্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
সিরাজগঞ্জের শাহজাদপুরে ঢাকা-পাবনা মহাসড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (৭ আগস্ট) সকাল থেকে ঢাকা-পাবনা মহাসড়কের অন্যতম ব্যস্ত সড়ক শাহজাদপুরস্থ বিসিক বাসস্ট্যান্ডে যানজট নিরসনের জন্য তাদের কাজ করতে দেখা গেছে।
এসময় দেখা যায়, সড়কে অবস্থান নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। কারো হাতে লাঠি, মুখে বাঁশি। ট্রাফিক পুলিশের মতো ইশারা-ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তারা। শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমে সড়কে অনেকটা শৃঙ্খলাও ফিরে এসেছে।
এসময় দায়িত্বে পালনকারী একজন শিক্ষার্থী সোহাগ হোসাইন বলেন, ‘দেশটা আমাদের। তাই দেশকে সুন্দরভাবে বিনির্মাণ করার দায়িত্বও আমাদের। একটি সুখী, সুন্দর দেশ গড়ার জন্য আমরা সবসময়ই কাজ করে যাব।’
আরেকজন শিক্ষার্থী মো: বায়েজিদ বোস্তামি মনির জানান, ‘আমরা সাধারণ শিক্ষার্থীরা চাই স্বৈরাচারমুক্ত, দুর্নীতিমুক্ত, জুলুমবিহীন একটি শান্তিপূর্ণ দেশে বাস করতে। আর তাই ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে আমরা সাধারণ শিক্ষার্থীরা যানযট নিরসনে দায়িত্ব পালন করেছি। আগামীকালও চলবে যানযট নিরসনে আমাদের এই কার্যক্রম।’