০৬ আগস্ট ২০২৪, ১৭:৫৭
জবিতে বঙ্গবন্ধুর ভাস্কর্যে বিক্ষোভকারীদের জুতোপেটা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে হামলা করেছে দূর্বৃত্তরা। সোমবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত মুজিব ভাস্কর্যে এই হামলার ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, হৈহৈ রৈরৈ, শেখ হাসিনা গেলি কই সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দিতে ভাস্কর্যে জুতোপেটা এবং ইট দিয়ে ভাঙ্গার চেষ্টা করেছে দূর্বৃত্তরা। আনুমানিক ৫০-৬০ জন বিভিন্ন স্লোগান দিয়ে তারা ক্যাম্পাসে প্রবেশ করে এবং প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়।
এবিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাহাঙ্গীর হোসেন কে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।