নামফলক তুলে ‘বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি’ নামকরণের দাবি শিক্ষার্থীদের

কোটা সংস্কার
কোটা সংস্কার  © টিডিসি ফটো

বাংলাদেশের সুনীল অর্থনীতি অর্জনের লক্ষ্যে ২০১৩ সালে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ এর নাম পরিবর্তন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি করার দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া সাধারণ শিক্ষার্থী কর্তৃক বৈষম্য বিরোধী আন্দোলনে পতন ঘটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। শেখ হাসিনার দেশত্যাগের খবর সারাদেশে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পদ্মা ও মেঘনা বিল্ডিং এ বিশ্ববিদ্যালয়ের নাম ফলকের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামক অংশটি তুলে ফেলে। মূল ফটকে এখন শুধু মেরিটাইম ইউনিভার্সিটি দেখা যাচ্ছে। শিক্ষার্থীদের দাবি বিশ্ববিদ্যালয়ের নাম হবে, ‘বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি’

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি বিশ্ববিদ্যালয়ের নামটি অনেক বড় এবং বঙ্গবন্ধুর নামে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থাকায় সাধারণ মানুষের মধ্যে সংশয় তৈরি হয়ে থাকে। নতুন বিশ্ববিদ্যালয় হওয়ায় বিশ্ববিদ্যালয় চেনাতে অনেক ধকল পোহাতে হয় শিক্ষার্থীদের। সাবেক ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকার থাকাকালীন শিক্ষার্থীরদের প্রাণের দাবি হলেও, দাবিটি তুলতে পারেনি কেউই। তবে ১ দফা দাবি উচ্চারিত হওয়ার পর থেকেই স্পষ্টভাবে ফুটে ওঠে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের বিষয়টি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্য সকলেই একমত। বিশ্ববিদ্যালয় খুলে দিলেই উপাচার্য মহোদয়ের কাছে সবাই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্য স্মারকলিপি প্রদান করবে বলে জানা গেছে। শিক্ষার্থীদের পাশাপাশি একাধিক শিক্ষকের সাথে কথা বলেন জানা যায় তারা নাম পরিবর্তনের সাথে একমত


সর্বশেষ সংবাদ