২৯ অক্টোবর ২০১৮, ১০:২০

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি স্থগিত

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। একইসাথে শাখা ছাত্রলীগের বিরুদ্ধে আনীত অভিযোগের অধিকতর তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটিও করা হয়েছে।

রবিবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিরুদ্ধে কেন্দ্রের কাছে বেশ কিছু অভিযোগ করে শাখা ছাত্রলীগের কিছু কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্তাব্যক্তি। তাদের অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভায় বিশ্ববিদ্যালয়ের কমিটির কার্যক্রম স্থগিত করা হয়।

এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিরুদ্ধে আনীত অভিযোগের অধিকতর তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আল নাহিয়ান খান জয়, মো. শাকিল ভূঁইয়া ও জাহাঙ্গীর।