১৮ জুলাই ২০২৪, ১৭:৩৩
রংপুরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশত
রংপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শিক্ষার্থী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত অর্ধশত আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন মর্ডান মোড়ের তাজহাট থানা এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
এর আগে রংপুর জিলা স্কুল চত্বর থেকে কয়েক হাজার শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে তাজহাট থানা ঘেরাও করতে গেলে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, তাজহাট থানায় আন্দোলনকারীদের হামলায় ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।