শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ-সভাপতির পদত্যাগ

  © সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সভাপতি সুদেব কুমার পদত্যাগ করছেন।

বুধবার (১৭ জুলাই) দিবাগত রাত ১২ টার দিকে ফেইসবুকে নিজের আইডিতে রাজনীতি থেকে সরে আসার বিষয়ে পোস্ট করেন তিনি।

ফেইসবুক পোস্টে তিনি লিখেন, “আমি  সুদেব কুমার, বাংলাদেশ ছাত্রলীগ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার একজন সহ-সভাপতি ছিলাম। সম্প্রতি ঘটনাকে কেন্দ্র করে,আমার হাজারো ভাই-বোন এর আর্তনাদ, আমার প্রাণের দেশ আজকে ব্যাথিত, চারদিকে লাশের গন্ধে, নিজেকে সামলাতে বড় কষ্ট হচ্ছে। আজ এবং এখন থেকে আমি নিজেকে সজ্ঞানে সকল রাজনৈতিক সংগঠন থেকে নিজেকে সরিয়ে নিলাম। আমাকে ভবিষ্যৎ এ কেউ কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়াবেন না। ধন্যবাদ।”


সর্বশেষ সংবাদ