ছাত্ররাজনীতি নিষিদ্ধসহ পাঁচ দফা দাবিতে জবি উপাচার্য ভবন ঘেরাও
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধসহ পাঁচ দফা দাবি নিয়ে উপাচার্য ভবন ঘেরাও করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) বিকেল ৩টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা উপাচার্য ভবন ঘেরাও করে রাখে।
এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেনকে বিভিন্ন দাবি দাওয়া জানান। শিক্ষার্থীদের দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ছাত্রী হলে সবধরনের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, শিক্ষার্থীদের গুলি কে করলো তাদের খুঁজে বের করতে হবে, আহত শিক্ষার্থীদের চিকিৎসা খরচ সম্পূর্ণ বহন করতে হবে, ছাত্রলীগকে কে বিশ্ববিদ্যালয়ের বাস দিলো তা খতিয়ে দেখতে হবে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের ক্যাম্পাসে কোনো ধরনের ছাত্ররাজনীতি চাই না। সবসময়ের জন্য ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে।
এসময় প্রক্টর জাহাঙ্গীর হোসেন বলেন, ছাত্রলীগ গতকাল বাস নিয়ে যাওয়ার সময় আমার অনুমতি নেয়নি। এ বিষয়টি খতিয়ে দেখা হবে, তারা না জানিয়ে বাস কীভাবে নিয়ে গেল। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।