১৬ জুলাই ২০২৪, ১৬:৫৭

যেভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন বেরোবির আবু সাইদ

নিহত শিক্ষার্থী আবু সাইদ  © টিডিসি ফটো

কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গুলিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক ছাত্র নিহত হয়েছেন। ওই শিক্ষার্থীর নাম আবু সাঈদ। তার বয়স ২৫ বছর। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ক্যাম্পাসের সামনে এ ঘটনা ঘটেছে।

আবু সাইদের মৃত্যু সংক্রান্ত কয়েকটি ভিডিও ফুটেজ ডেইলি ক্যাম্পাসের হাতে এসেছে। ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশের সাথে সংঘর্ষ চলাকালীন আবু সাইদ পুলিশের গুলির মুখে এসে হাত মেলে দাঁড়িয়ে থাকেন। এক পর্যায়ে পুলিশের গুলি খেয়েও দাঁড়িয়ে থাকার চেষ্টা করেন তিনি। 

এই দৃশ্য দেখে আন্দোলনকারীরা প্রথমে সাইদুলকে সরিয়ে নিতে চাইলে এই শিক্ষার্থী সরে যাননি। কিন্তু বেশিক্ষণ নিজেকে স্থির রাখতে পারেন নি তিনি। মুহূর্তেই রাস্তার উপর ঢলে পড়েন। একপর্যায়ে সহপাঠীরা আহত আবু সাইদকে তুলে হাসপাতালে নিতে গেলে পথেই মারা যান তিনি। 

নিহত আবু সাঈদ ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়টির কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বহু হতাহতও হয়েছেন বলে তিনি জানান।

এদিকে, রংপুর মেডিকেল কলেজ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলা হয়, নিহত আবু সাঈদের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায়। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুরে কোটা আন্দোলনকারীরা রংপুর শহর হয়ে বিশ্ববিদ্যালয়ের ১নং গেটে অবস্থান নিলে সেখানে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ারশেল রাবার বুলেট ছুড়ে। এসময় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান আবু সাঈদ। এসময় পুলিশের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরাও অংশ নেন বলে জানা গেছে।