১৬ জুলাই ২০২৪, ১২:৩১
ছাত্রলীগের হামলার প্রতিবাদে হোম ইকোনোমিক্স শিক্ষার্থীদের বিক্ষোভ
কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীর হোম ইকোনোমিক্স শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। এসময় অনেক পরীক্ষা বর্জন করেছে।
আজ মঙ্গলবার হোম ইকোনোমিক্স ক্যাম্পাসে দুপুর ১ টা থেকে ৪ টা পর্যন্ত মাস্টার্সের পরীক্ষা ছিল। ছাত্রীরা সে পরীক্ষা বর্জন করে কেন্দ্র অবরুদ্ধ করে রেখেছে।
এসময় ছাত্রীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। ‘পরীক্ষা পরীক্ষা, দিব না, দিব না’ ‘ক্লাস পরীক্ষা বর্জন, একাত্বতা জ্ঞাপন’
এর আগে, সোমবার দিনভর কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগের হামলায় দুই শতাধিক আহত হয়।