১৫ জুলাই ২০২৪, ০০:৫৫

মধ্যরাতে উত্তাল জবি, তাঁতি বাজার মোড় অবরোধ আন্দোলনকারীদের

  © টিডিসি ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে মধ্যরাতে আন্দোলনে নেমেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা৷ আজ রবিবার রাত ১১টা ৪৫ মিনিটে মেয়েরা হল থেকে ও আশপাশের মেসে থাকা ছেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হন। এরপর তারা ১২টা ১৫ মিনিটে তাঁতীবাজার মোড় অবরোধ করেন তারা। 

এ সময় শিক্ষার্থীরা, ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’, ‘কে বলেছে কে বলেছে, সরকার সরকার’ স্লোগানে মুখরিত হয় পুরো জগন্নাথ ক্যাম্পাস। 

ইভান নামে চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বলেন, সরকার কতটা বোধহীন হয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের একটি যৌক্তিক আন্দোলন না মেনে উল্টো রাজাকার তকমা দেয়। আমরা জাতি হিসেবে লজ্জিত। 

তাহেরা নামে আরেক শিক্ষার্থী বলেন, সরকার মনে হয় ভুলে গেছে, এ দেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে সব আন্দোলনের বিজয় হয়েছে ছাত্রসমাজের হাত ধরে। আজকে শিক্ষার্থীদের একটি যৌক্তিক আন্দোলনকে কীভাবে কটূক্তি করতে পারে। আমরা জাতি হিসেবে লজ্জিত।