১১ জুলাই ২০২৪, ১৭:০৬

পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ কুবি শিক্ষার্থীদের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ  © সংগৃহীত

পুলিশের সঙ্গে সংঘর্ষের পর পূর্বঘোষণা অনুযায়ী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কোটা সংস্কারপন্থি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন তারা।

এর আগে কোটা সংস্কারপন্থি শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন বিশ্বরোড অবরোধ করতে যাচ্ছিলেন। এদিকে আগে থেকে পুলিশ বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্পে অবস্থান নেয়। এসময় আন্দোলনকারীরা পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা। 

এতে দুপক্ষের মাঝে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এসময় পুলিশের ছোঁড়া গুলি ও টিয়ার শেলে বেশ কয়েকজন শিক্ষার্থীসহ একাধিক গণমাধ্যমকর্মী গুরুতর আহত হয়েছেন। 


বিস্তারিত আসছে...