২৫ অক্টোবর ২০১৮, ১৭:০৩

সভাপতির পিতার মৃত্যুতে ইবি শিক্ষক সমিতির শোক

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমানের পিতা আলহাজ্জ্ব দেলদার হোসেন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাহির রাজিউন। বুধবার রাত সাড়ে দশটার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। বৃহস্পতিবার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অলী উল্যাহ স্বাক্ষরিত এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

এছাড়া তার মৃত্যুতে শোক জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইবি জিয়া পরিষদ, গ্রীণ ফোরাম, কর্মকর্তা সমিতি, ইবি সাংবাদিক সমিতি, প্রেসক্লাব, সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতিসহ অন্যান্যরা। তারা সকলে শিক্ষক সমিতির সভাপতির পিতার রুহের নাজাত ও কল্যাণ কামনা করেন।