ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ফরম পূরণের সময় বৃদ্ধি
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ২০১৭ সালের ৩য় বর্ষ পরীক্ষার এবং রেজিস্ট্রেশন নবায়নের ভিত্তিতে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ২০১৬ সালের পুরাতন সিলেবাস পরীক্ষার অনলাইনে ফরমপূরণের সময় জরিমানা প্রদান সাপেক্ষে বাড়িয়েছে।
২৪ অক্টোবর থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত ফরমপূরণের আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। জরিমানা নির্ধারণ করা হয়েছে ৫০০০ টাকা। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তি এতথ্য জানানো হয়।
জানা গেছে, পরীক্ষার্থী প্রতি জরিমানা ফি ৫০০০ টাকা ও পরীক্ষার ফি প্রদান সাপেক্ষে ২৪ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এ ফরমপূরণ করতে পারবেন। ১ নভেম্বরের মধ্যে প্রিন্টকৃত ফরম কলেজে জমা দিতে হবে।
এছাড়া ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ২০১৬ সালের পুরাতন সিলেবাস পরীক্ষায় রেজিস্ট্রেশন নবায়ন করে জরিমানা ফি প্রদান সাপেক্ষে ২০১০-১১ শিক্ষাবর্ষের অকৃতকার্য পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। ২৪ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এ ফরমপূরণ চলবে। রেজিস্টেশন নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে ২০০০টাকা।