পরীক্ষায় অনিয়মে বাধা দেওয়ায় শিক্ষক লাঞ্ছনা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি গঠন
গোপালগঞ্জে শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজে পরীক্ষা চলাকালে দেখাদেখিতে বাধা দেওয়ায় বাংলা বিভাগের শিক্ষক মৃণাল বিশ্বাসকে লাঞ্ছনার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। রবিবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মশিউর রহমানের নির্দেশে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজের বিএ অনার্স পরীক্ষা শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয় ১ জুলাই। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আধুনিক মুসলিম রাষ্ট্রের ইতিহাস পরীক্ষায় তিন থেকে চারজন শিক্ষার্থী খাতা দেখাদেখি করছিলেন এবং কথা বলছিলেন। ওই কেন্দ্রের ৪০৮ নম্বর কক্ষের দায়িত্বে ছিলেন শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মৃণাল বিশ্বাস। তিনি তাঁদের বারবার সতর্ক করেন। এ সময় তাঁরা শিক্ষকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। শিক্ষক খাতা নিয়ে নেওয়া হবে বলেও শিক্ষার্থীদের সতর্ক করেন। এ ঘটনায় তাঁরা ক্ষিপ্ত হয়ে পরে ক্যাম্পাসের অডিটরিয়াম সড়কে শিক্ষকের মাথায় পেছন থেকে পচা ডিম ছুড়ে মারেন। ১ জুলাইয়ের এ ঘটনায় ওই দিন রাতে থানায় অভিযোগ করা হয়।