সিলিং ফ্যানে ঝুলছিল বদরুন্নেসা কলেজছাত্রীর মরদেহ
সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মোছা. ঝুমুর আক্তার (২২) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ জুন) সকালে রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ পুলিশ কোয়ার্টার থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, ঝুমুর আক্তার বেগম বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল থানায়। সে গোলাপবাগের ওই পুলিশ কোয়ার্টারে ভাড়া থাকত।
ঝুমুরের দুলাভাই মো. ইকবাল হোসেন জানান, সকাল ৯টার দিকে ঘরে থাকা সিলিং ফ্যানের সঙ্গে ঝুমুরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত তাকে ঢামেকের জরুরি বিভাগে নেয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিষয় নিয়ে অভিমান করে ঝুমুর সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে থাকতে পারে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। সেই সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট থানাকেও জানানো হয়েছে।