নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে চাও
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন মঙ্গলবার শেষ হয়েছে। আগামী শুক্রবার থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। চলবে রবিবার পর্যন্ত।
এবার ৩০টি বিভাগের ১ হাজার ৩২০টি আসনের জন্য আবেদন জমা পড়ছে ৭০ হাজারেরও অধিক। প্রতিটি আসনে লড়বে ৫৩ ভর্তিচ্ছু।
এদিকে বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষে ইউনিট বৃদ্ধি এবং ভর্তি পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন হওয়ায় ইউনিট ভিত্তিক আসন সংখ্যা নিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মনে সংশয় সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জসিম উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে ইউনিট ভিত্তিক আসন সংখ্যা নিশ্চিত করেন। ডেপুটি রেজিস্ট্রারের দেয়া তথ্য অনুযায়ী ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে আসন সংখ্যার মধ্যে কোন অনুষদে কতটি, কোন বিভাগে কতটি এবং কোটায় কতটি আসন রয়েছে জেনে নেয়া যাক...
‘এ’ ইউনিট : ৩০৫টি আসনের মধ্যে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদভুক্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫০টি (মুক্তিযোদ্ধা-৩, উপজাতি-১),এপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫০টি (মুক্তিযোদ্ধা-৩,উপজাতি-১), ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫০টি (মুক্তিযোদ্ধা-৩, উপজাতি-১), ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০টি (মুক্তিযোদ্ধা-২,উপজাতি-১) আসন রয়েছে।
বিজ্ঞান অনুষদভুক্ত এপ্লায়েড ম্যাথম্যাটিকস বিভাগে ৫০টি (মুক্তিযোদ্ধা-৩,উপজাতি-১), পরিসংখ্যান বিভাগে ৪৫টি (মুক্তিযোদ্ধা-২,উপজাতি-১), ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ভুক্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০টি (মুক্তিযোদ্ধা-২, উপজাতি-১) আসন রয়েছে।
‘বি’ ইউনিট: ৩০৫টি আসনের মধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগে ৫০টি (মুক্তিযোদ্ধা -৩, উপজাতি -১), মাইক্রোবায়োলজি বিভাগে ৩০টি (মুক্তিযোদ্ধা-২, উপজাতি-১), ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগে ৩০টি (মুক্তিযোদ্ধা-২, উপজাতি-১), এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগে ৫০টি (মুক্তিযোদ্ধা-৩, উপজাতি-১)।
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ২৫ (মুক্তিযোদ্ধা-২,উপজাতি-১), অ্যাগ্রিকালচার বিভাগে ৫০টি (মুক্তিযোদ্ধা-৩, উপজাতি-১), বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে ৪০টি (মুক্তিযোদ্ধা-২, উপজাতি-১), জুওলজি বিভাগে ৩০টি (মুক্তিযোদ্ধা-২, উপজাতি-১) আসন রয়েছে।
‘সি’ ইউনিট : ৯০টি আসনের মধ্যে বিজ্ঞান অনুষদ ভুক্ত ফার্মেসী বিভাগে ৫০টি (মুক্তিযোদ্ধা-৩, উপজাতি-১), ওশানোগ্রাফি ৪০টি (মুক্তিযোদ্ধা-২,উপজাতি-১) আসন রয়েছে।
‘ডি’ ইউনিট : ৩৬৩টি আসনের মধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত পরিসংখ্যান বিভাগে ৫টি (মানবিক-৩ ব্যবসায় শিক্ষা-২), কলা ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ইকোনোমিকস বিভাগে ৪০টি (বিজ্ঞান-৩৪ ব্যবসায় শিক্ষা-৪)। এই বিভাগে মুক্তিযোদ্ধা কোটায় ২টি সংরক্ষিত থাকবে।
বাংলাদেশ অ্যান্ড লিবারেশন ওয়ার স্টাডিজ বিভাগে ২৫টি (বিজ্ঞান-১৯ ব্যবসায় শিক্ষা-০৫)। এই বিভাগে মুক্তিযোদ্ধা কোটায় একটি সংরক্ষিত থাকবে।
সমাজবিজ্ঞান বিভাগে-২৫টি (বিজ্ঞান-১৯ ব্যবসায় শিক্ষা-০৪)। এই বিভাগে মুক্তিযোদ্ধা কোটায় ২টি সংরক্ষিত থাকবে।
সমাজকর্ম বিভাগে ৩০টি (বিজ্ঞান-১৯ ব্যবসায় শিক্ষা-০৪)। এই বিভাগে মুক্তিযোদ্ধা কোটায় ২টি সংরক্ষিত থাকবে।
বাংলা বিভাগে ২৫টি (বিজ্ঞান-১৯ ব্যবসায় শিক্ষা-০৪)। এই বিভাগে মুক্তিযোদ্ধা কোটায় ২টি সংরক্ষিত থাকবে।
ইংরেজি বিভাগে ৩০টি (বিজ্ঞান-১৯ ব্যবসায় শিক্ষা-০৯)। এই বিভাগে মুক্তিযোদ্ধা কোটায় ২টি সংরক্ষিত থাকবে।
বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদভুক্ত বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে ২০টি (বিজ্ঞান-১৩ মানবিক-০৫)। এই বিভাগে মুক্তিযোদ্ধা কোটায় ২টি সংরক্ষিত থাকবে।
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ১৫টি (বিজ্ঞান-০৯ মানবিক-০৫)। এই বিভাগে মুক্তিযোদ্ধা কোটায় একটি সংরক্ষিত থাকবে।
ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগে ১৫টি (বিজ্ঞান-১০ মানবিক-০৪)। এই বিভাগে মুক্তিযোদ্ধা কোটায় একটি সংরক্ষিত থাকবে।
শিক্ষা অনুষদভুক্ত শিক্ষা বিভাগে ৩৩টি (বিজ্ঞান-২৭ ব্যবসায় শিক্ষা-০৪)। এই বিভাগে মুক্তিযোদ্ধা কোটায় ২টি সংরক্ষিত থাকবে।
শিক্ষা প্রশাসন বিভাগে ৩৫টি (বিজ্ঞান-২৯ ব্যবসায় শিক্ষা-০৪)। এই বিভাগে মুক্তিযোদ্ধা কোটায় ২টি সংরক্ষিত থাকবে।
আইন অনুষদভুক্ত আইন বিভাগে ৩০টি (বিজ্ঞান-১৯ ব্যবসায় শিক্ষা-০৯)। এই বিভাগে মুক্তিযোদ্ধা কোটায় ২টি সংরক্ষিত থাকবে।
ইনস্টিটিউট অফ ইনফরমেশন সায়েন্স (আই আই এস) ভুক্ত ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগে ৩৫টি (বিজ্ঞান-২৭ ব্যবসায় শিক্ষা-০৬)। এই বিভাগে মুক্তিযোদ্ধা কোটায় ২টি সংরক্ষিত থাকবে।
‘ই’ ইউনিট : ‘ই’ ইউনিটে ১৬৭টি আসনের মধ্যে কলা ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ইকোনোমিকস বিভাগে ১০টি (মুক্তিযোদ্ধা-১, উপজাতি-১), বাংলাদেশ অ্যান্ড লিবারেশন ওয়ার স্টাডিজ বিভাগে ২৫টি (মুক্তিযোদ্ধা-২, উপজাতি-১), সমাজবিজ্ঞান বিভাগে ২০টি (মুক্তিযোদ্ধা-১, উপজাতি-১), সমাজকর্ম বিভাগে ২০টি (মুক্তিযোদ্ধা-১, উপজাতি-১), বাংলা বিভাগে ২৫টি (মুক্তিযোদ্ধা-১, উপজাতি-১), ইংরেজি বিভাগে ২০টি (মুক্তিযোদ্ধা-১, উপজাতি-১), শিক্ষা অনুষদভুক্ত শিক্ষা বিভাগে ৭টি (মুক্তিযোদ্ধা-১,উপজাতি-১), শিক্ষা প্রশাসন বিভাগে ১৫টি (মুক্তিযোদ্ধা-১,উপজাতি-১), আইন অনুষদভুক্ত আইন বিভাগে ২০টি (মুক্তিযোদ্ধা-১, উপজাতি-১) ও ইনস্টিটিউট অফ ইনফরমেশন সায়েন্স (আই আই এস) ভুক্ত ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগে ৫টি (উপজাতি-১) আসন রয়েছে।
‘এফ’ ইউনিট : ‘এফ’ ইউনিটে ৯০টি আসনের মধ্যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদভুক্ত বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে ৪০টি (মুক্তিযোদ্ধা-২, উপজাতি-১), ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ২৫টি (মুক্তিযোদ্ধা-২, উপজাতি-১), ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগে ২৫টি (মুক্তিযোদ্ধা-২,উপজাতি-১) আসন রয়েছে।
এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েব সাইট www.nstu.edu.bd থেকে জানা যাবে।