২৫ জুন ২০২৪, ১১:৫৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার নম্বর এন্ট্রির সময় বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের মাস্টার্স শেষ বর্ষের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার নম্বর এন্ট্রির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। অনলাইনের মাধ্যমে নম্বর এন্ট্রি করা যাবে। মঙ্গলবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় রিমাল ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে যে সব কলেজ বিগত ৩০ মে সময়সীমার মধ্যে ২০২১ সালের মাস্টার্স শেষ বর্ষের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার নম্বর অনলাইনে এন্ট্রি দিতে পারেনি, সে সব কলেজকে আগামী ২৬ জুন হতে ৪ জুলাই পর্যন্ত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার নম্বর অনলাইনে এন্ট্রির সময়সীমা বৃদ্ধি করা হল।

আরো পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬ ও ২৭ জুনের পরীক্ষা যথাসময়ে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মেজবাহ্ উদ্দিন স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।