সাতদিনের রিপোর্ট মেলেনি আড়াই মাসেও, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

অবন্তিকার আত্মহত্যা

সংবাদ সম্মেলনে
সংবাদ সম্মেলনে  © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের ছাত্রী ফাইরুজ সাদাত অবন্তিকার আত্মহত্যার প্রচারণা মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ঘটনার আড়াই মাস পার হলেও জবি প্রশাসনের গঠিত তদন্ত কমিটি এখনও রিপোর্ট দেয়নি। মামলার তদন্ত কর্মকর্তাসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এ মামলার ব্যাপারে উদাসীন বলে অভিযোগ উঠেছে।

আজ সোমবার (৩ জুন) সকালে কুমিল্লা নগরীর বাগিচাগাওয়ে সংবাদ সম্মেলনে এ মামলার বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেন অবন্তিকার মা তাহমিনা শবনম। কান্নাজড়িত কণ্ঠে নিজের হতাশা ও ক্ষোভ প্রকাশ করে বিচারের বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

তাহমিনা শবনম বলেন, অভিযুক্ত শিক্ষক বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কাজী দীন ইসলাম জামিনে এসে মামলা প্রভাবিত করছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির সাতদিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা থাকলেও আড়াই মাসেও রিপোর্ট দেয়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অবন্তিকার আত্মহত্যার প্ররোচণা মামলার আইনজীবী মাসুদ সালাউদ্দিন। তিনি বলেন, আইনের যথাযথ ধারায় মামলাটি রেকর্ড হয়নি। মামলাটি এখন ডিপ ফ্রিজে আছে। আমরা চাই, মামলাটি যথাযথ গুরুত্বসহ তদন্ত হোক। এ মামলায় যারা আসামি তাদের আবারও জিজ্ঞসাবাদ করা হোক।

১৫ মার্চ রাতে প্রক্টর দীন ইসলাম ও সহপাঠী আম্মানকে দায়ী করে চিরকুট লিখে কুমিল্লা নগরীর বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন অবন্তিকা। পরদিন আত্মহত্যার প্ররোচণার অভিযোগে তাহমিনা শবনম বাদী হয়ে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মামলাটি করেন। এতে সহপাঠী আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামসহ বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করার পরই পুলিশ তাদের গ্রেপ্তার করে।


সর্বশেষ সংবাদ