রাবিতে ভর্তি জালিয়াতি নিয়ে ছাত্রলীগ নেতার অডিও ফাঁস
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি চক্রের সাথে ছাত্রলীগ নেতার সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। ছাত্রলীগ নেতার সম্পৃক্ততার বিষয়ে ৯ মিনিট ৫৫ সেকেন্ডের একটি ফোনালাপ দ্যা ডেইলি ক্যাম্পাসের এই প্রতিবেদকের হাতে এসেছে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তারেক আহমেদ খান শান্ত। ফোনালাপটির কিছু অংশ তুলে ধরা হলো-
ভর্তিচ্ছু: ‘ভাইয়া আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছি। যেকোন মূল্যে পাবলিক ভার্সিটিতে ভর্তি হতে হবে। বাসা থেকে চাপ দিচ্ছে। কত লাখ টাকা লাগতে পারে?’
ছাত্রলীগ নেতা শান্ত: ‘তুমি কোন ইউনিটে ফরম তুলছো? সায়েন্স হলে একটু কঠিন, আর্টসে (মানবিক) সহজে করে দেয়া যাবে। এজন্য ৩ লাখ টাকা লাগবে।’
ভর্তিচ্ছু: ‘একটু কনসিডার করেন ভাইয়া।’
ছাত্রলীগ নেতা শান্ত: ‘ভাই, আমাদের সিস্টেম হচ্ছে প্রক্সি। এখানে ঢাকা থেকে এক্সপার্ট এসে পরীক্ষা দিয়ে যায়। তাদেরকে দিতে হয় দেড় থেকে দুই লাখ টাকা। একটি সিন্ডিকেট আছে তাদেরও টাকা দিতে হয়। তারপর আমাদের জন্য খুব একটা বেশি লাভ থাকে না। ঠিক আছে তুমি যেহেতু বলছো তোমার জন্য আড়াই লাখ করে দিতে পারবো। এর কম হবে না।’
এরপরেও ভর্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দুজনের মধ্যে ফোনালাপ হয়েছে। দুজনের মধ্যে মোট ৯ মিনিট ৫৫ সেকেন্ড কথা হয় এবং ওই ভর্তীচ্ছু শিক্ষার্থীকে রাবি ক্যাম্পাসে ডাকেন ওই ছাত্রলীগ নেতা।
ফোনালাপের বিষয়টি স্বীকার করে রাবি ছাত্রলীগ নেতা তারেক আহমেদ খান শান্ত বলেন, ‘আমার কাছে একটা ফোনই এসেছিলো। এরপর থেকে ওই ফোন নম্বর বন্ধ। পূর্বশত্রুতার জের ধরে রাবি ছাত্রলীগের সহসম্পাদক হাসিবুল হাসান শান্ত ও উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাউসার আমাকে ফাঁসানোর চেষ্টা করছে বলে মনে হচ্ছে। ’ তবে এ বিষয়ে কথা বলার জন্য হাসিবুল হাসান ও কাউসারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
এর আগেও রাবি ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে ভর্তি জালিয়াতিতে সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল। গত বছর ১৮ জুলাই পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে রাজশাহীর মোহনপুর ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে বান্ধবীসহ গ্রেপ্তার হন রাবি ছাত্রলীগের বর্তমান কমিটির যুগ্ম-সম্পাদক সাব্বির হোসেন। গত ১৭ ডিসেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় রাবি ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মেহেদি হাসান সজল ও ছাত্রলীগ কর্মী মোস্তফা বিন ইসমাইলকে আটক করে পুলিশ।
ফোনালাপের অডিও :