আগামীকাল বরিশাল বিশ্ববিদ্যালয় যাচ্ছেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী  © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আসছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বৃহত্তর বরিশালের ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক সম্মেলন ‘আঞ্চলিক ইতিহাস সম্মেলন-২০২৪’  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন তিনি।

বৃহস্পতিবার (৯ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ‘জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ অনুষ্ঠান শুরু হবে।

বাংলাদেশ ইতিহাস সমিতি ও বরিশাল বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের আয়োজনে অনুষ্ঠানে সম্মানিত অতিথি থাকবেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।

বিশেষ অতিথি থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। এ ছাড়া মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আশুতোষ অধ্যাপক ড. অমিত দে।

বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুরমা জাকারিয়া চৌধুরী। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী,সাংবাদিকসহ অনেকেই উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে বরিশালের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আলোচনা করা হবে

 

সর্বশেষ সংবাদ